শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলংকা জিতলেই সুপার ফোরে বাংলাদেশ

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ করেছে বাংলাদেশ। আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আছে লিটন দাসের দল। সমান পয়েন্ট শ্রীলংকারও—তারা দুটি ম্যাচেই জয় পেয়েছে। তবে নেট রান রেটে অনেক এগিয়ে রয়েছে লংকানরা।

`বি‘ গ্রুপে শ্রীলংকার এখন পর্যন্ত নেট রান রেট: +১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট: -০.২৭০। আর আফগানিস্তানের নেট রান রেট: +২.১৫০।

আজ বৃহস্পতিবার আবুধাবিতে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এই গ্রুপে হংকং আগেই বিদায় নিয়েছে।

সরাসরি সুপার ফোরে যাওয়ার রাস্তা শ্রীলংকার জন্য অনেকটা সহজ। গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা যদি জয় পায় বা ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ পেছনে পড়ে সুপার ফোরে পা রাখবে লংকানরা।

তবে আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই জায়গা করে নেবে পরবর্তী পর্বে। তখন বাকি একটি স্থান নিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ফয়সালা হবে নেট রান রেটে।

যদি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলংকা। আফগানরা ১৫০ করলে শ্রীলংকার ৮৪ করলেই হবে।

আর শ্রীলংকা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০