
সর্বশেষ ২০১৬ সালে যে মাঠে জয় পেয়েছে বাংলাদেশ সেই মিরপুরেই আজ দীর্ঘ খরা কাটালেন লিটন দাস-তাওহিদ হৃদয়রা।
শেষ পর্যন্ত এই স্কোরটা দাঁড় করায় ফখর জামানের সৌজন্যে। ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে অবদান কম ছিল না খুশদিল শাহ ও আব্বাসের। ১৭ রান করা খুশদিলের বিপরীতে যদি ২২ রানে ইনিংস না খেলতেন আফ্রিদি তাহলে এক শর আগেই অলআউট হতে হতো পাকিস্তানকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। অন্যদিকে ৬ রানে ২ উইকেট নেওয়া মুস্তাফিজ গড়েছেন রেকর্ড। বোলিং কোটা পূর্ণ করে সবচেয়ে কম রান খরচ করেছেন তিনি। আগের রেকর্ডটিও তারই ছিল। তবে তানজিম হাসান সাকিবের সঙ্গে যৌথভাবে। দুজনই ৪ ওভার শেষে ৭ রান দিয়েছিলেন।