সোমবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ অক্টোবর তেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ।

দুই স্কোয়াড থেকেই বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাত। টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও ডানহাতি পেসার মোহাম্মাদ সালিম সাফি। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডে জায়গা হয়েছে দুই পেসার বাশির আহমাদ ও আবদুল্লাহ আহমাদজাইয়ের।

টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন স্পিনার মুজিব-উর-রহমান। তবে এই সংস্করণে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে এএম গজানফরকে। ওয়ানডে স্কোয়াডে আবার জায়গা দেওয়া হয়েছে তাকে। টি-টোয়েন্টি স্কোয়াডে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রহমত শাহ জুরমাতিকেও। আর ওয়ানডের রিজার্ভ হিসেবে আছেন দুই পেসার বিলাল সামি ও ফারিদুন দাউদজাইকে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিজা আহমদ মালিক ও ফরিজা আহমদ মালিক।

রিজার্ভ: এ এম গজানফর ও রহমত শাহ

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজানফর, আবদুল্লাহ আহমেদজাই, বশির আহমেদ, সাফি আহমেদ ও সাফি আহমেদ।

রিজার্ভ: বিলাল সামি এবং ফরিদুন দাউদজাই

সিরিজের সময়সূচি:

১ম টি-টোয়েন্টি—২ অক্টোবর—শারজাহ

২য় টি-টোয়েন্টি—৩ অক্টোবার—শারজাহ

৩য় টি-টোয়েন্টি—৫ অক্টোবর—শারজাহ

১ম ওয়ানডে—৮ অক্টোবর—আবুধাবি

২য় ওয়ানডে—১১ অক্টোবর—আবুধাবি

৩য় ওয়ানডে—১৪ অক্টোবর—আবুধাবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০