শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনেক কষ্টের অর্জন তুমি

কবিঃ মোঃ আমজাদ হোসেন সরকার 

অনেক কষ্টের অর্জন তুমি
হে আমার প্রিয় বাংলা ভাষা,
তোমাকে পেয়ে সার্থক জনম মোদের
মিটেছে মনের অনন্ত আশা।

মায়ের মুখ থেকে প্রথম যেদিন
শুনেছি অ,আ,ই,
অপার সুখ দোলা দিয়ে ছিল হৃদয়ে
আলোয় আলোয় ভরে দিয়েছিল মন রবি শশী।

আমার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল,
পাক হায়েনার দল,
দৃঢ়চেতা বাঙালি রুখে দাঁড়িয়েছিল সেদিন
তাইতো তারা হতে পারেনি সফল।

সালাম, রফিক, বরকতের রক্ত
ঝরেছিল ঢাকার রাজপথে,
বাঙালি ফিরে পেয়েছিল মায়ের ভাষা
তাদের রক্তস্নাতে।

শহীদ হয়েছেন তারা অকাতরে
বিলিয়ে প্রাণ
আমরা কভু ভুলবো না,
তাদের একনিষ্ঠ অবদান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০