রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

আ. লীগের এমপি মনোনয়ন চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে

ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না থাকলেও ব্যস্ত থাকেন নানা ধরণের কর্মকাণ্ডে। প্রায়ই সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।

হাতে তেমন কাজ না থাকলেও ব্যক্তিজীবনে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ আরও নানা সুবিধা।

এরপর সেই সুবাধে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।

আওয়ামী লীগের রাজনীতিতে সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। ইতোমধ্যেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এজন্য অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।

জানা গেছে, কুষ্টিয়ায় খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অপু বিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০