রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

জাকসুতে শীর্ষ ৪ পদের ৩টিতেই এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে শীর্ষ চারটি পদের তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছেন।

এতে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুল আদিব প্রায় ৮০০ ভোট জিতুর থেকে কম পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস (পুরুষ) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।

জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে চলে যাব: প্রধান নির্বাচন কমিশনার

জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; দুপুর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে। দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০