যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ঢাকা থেকে রওনা হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তিনি যুক্তরাষ্ট্র পৌঁছাবেন। আগামী ১৮ই অক্টোবর রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন করে ২২শে অক্টোবর জামায়াত আমীর যুক্তরাষ্ট্র যাবেন। ব্যক্তিগত সহকারী ছাড়া দলের আর কেউ তার সফরসঙ্গী হচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মানবজমিনকে জানান, দলের আমীর সৌদি আরব হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ১৮ থেকে ৩১শে অক্টোবর তার সফরটি হবে। ১লা নভেম্বর তার দেশে ফেরার সূচি রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে একটি সূত্র মানবজমিনকে জানিয়েছেন, জামায়াত আমীর নিউ ইয়র্ক এবং মিশিগানে কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে। জামায়াতের ব্যানারে কোনো কর্মসূচি নেই।
এর আগে আলোচনা ছিল জামায়াত আমীর একটি প্রতিনিধিদল নিয়ে কানাডা সফরে যাচ্ছেন। আগামী ২৫ থেকে ৩১শে অক্টোবর বা কাছাকাছি সময়ে তিনি এ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য প্রকাশ করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমীরের কানাডা সফরটি আপাতত হচ্ছে না। তার আগেই তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
গত ১৯শে জুলাই রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ৩৩ দিন চিকিৎসাধীন ছিলেন জামায়াত আমীর। ২রা আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। সেখান থেকে ফিরে কিছুদিন বসুন্ধরার বাসায় বিশ্রামে ছিলেন।
সম্প্রতি তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অসুস্থ হওয়ার পর এই প্রথমবার তিনি বিদেশ সফরে যাচ্ছেন। এর আগে চীন, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ সফর করেন জামায়াত আমীর।