ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবু বাকেরকে বহন করা মোটর সাইকেলের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা এ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার শনিবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও  একটি পোস্টের মাধ্যমে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত জানিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

Tag :

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আপডেট ০৯:২৬:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবু বাকেরকে বহন করা মোটর সাইকেলের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা এ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার শনিবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও  একটি পোস্টের মাধ্যমে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত জানিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’