ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানেই গুঁড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে টাইগারদের জয় ১৭৯ রানে। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ১৮৩ রানে, ২০২৩-এ আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের রেকর্ড জয় থেকে স্রেফ ৫ রান দূরে থাকলো টাইগাররা। পুরো ৩০.১ ওভারই স্পিনারদের দিয়ে করায় বাংলাদেশ। ৩টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। ২টি করে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।
স্পিন ঘূর্নিতে কাবু ওয়েস্ট ইন্ডিজ
২০ ওভারের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্পিন ঘূর্নিতে কাঁপছে। নাসুম আহমেদের তিন উইকেটের পর জোড়া উইকেট নিয়েছেন রিশাদ হাসান। জোড়া আঘাত হেনেছেন তানভীর ইসলামও। ৪৩ বলে ১৫ রান করা কেসি কার্টি বিদায় নিলেন সপ্তম উইকেট হিসেবে। ২১.৩ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৭ উইকেটে ৬৭।
নাসুমের তৃতীয় উইকেট
ক্যারিবিয়ান ওপেনার অলিক আথানেজের (১৫) পর আকিম আগুস্তিকেও (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান নাসুম আহমেদ। নিজের পঞ্চম ওভারে আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের স্টাম্প ভেঙে দিয়েছেন এ টাইগার স্পিনার। ৮.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৫।
উইকেট বিপর্যয়ে তিনশ’র আগে থামল বাংলাদেশের ইনিংস
দলীয় ২৫২ থেকে ২৬১ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ৩৫ রান যোগ করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে ফেরেন টাইগার অধিনায়ক মিরাজ (১৭)। ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন সোহান। ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের পুঁজি ২৯৬।
আথানেজের অবিশ্বাস্য ক্যাচে ফিফটির আগেই শান্তর বিদায়
নিজের বলে নিজেই ক্যাচ ধরতে ছুটে গেলেন অলিক আথানেজ। অনেকটা দৌড়ে বিশাল এক লাফে মুঠোবন্দি করলেন নাজমুল হোসেন শান্তর ক্যাচ। টাইগার ব্যাটার থামলেন ৪৪ রানে। ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৪।
দুইশ’ ছাড়াল বাংলাদেশ
সেঞ্চুরি থেকে স্রেফ ৯ রান দূরে থেকে ফিরে যান সৌম্য। এরপর তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে দলীয় দুইশ’ পার করেছে বাংলাদেশ। ৩৩ ওভারে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২০৩।
ব্যক্তিগত ৮০ রানে ফিরলেন সাইফ
রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভেসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাইফ। ৭২ বলে ৮০ রান এসেছে এ টাইগার ওপেনারের ব্যাট থেকে। ২৫.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭৬।
উদ্বোধনী জুটিতে দেড়শ’ ছাড়াল বাংলাদেশ
সৌম্যর পর ফিফটি তুলে নিয়েছেন সাইফও। দুজনের উদ্বোধনী জুটি থেকে ২৪. ওভারে ১৭৫ রান যোগ হয়েছে স্কোরকার্ডে। ৭৮ বলে ৭০ রান সৌম্যর। সাইফের ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৭৯।
সৌম্য-সাইফে রেকর্ড জুটি বাংলাদেশের
উদ্বোধনী জুটিতে ৯০ রান সংগ্রহ করেছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। গত ১০ বছরের মধ্যে মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটিই। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি তুলে নিয়েছেন সৌম্য (৫২*)। সাইফের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯৪।
১০ ওভারে বাংলাদেশ ৭৪/০
সিরিজ নির্ধারনী ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। টস জিত আগে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা হয়েছে ৭৪ রান। সৌম্য ৪৭ ও সাইফ ৩১ রানে ব্যাটিং করছেন।
টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের সিরিজে আজ অঘোষিত ফাইনাল।
বাংলাদেশ একাদশ– সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজু রহমান ও তানভীর ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ– ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
মিশিগান প্রতিদিন ডেস্ক 























