সারা দেশে চালু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট লীগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘মাদ্রাসা ক্রিকেট’।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সারাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ১০ ওভারের ম্যাচ ফরম্যাটে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।

“আমাদের অনেক তরুণ প্রতিভা এখনো আড়ালে রয়ে গেছে। শুধু স্কুল নয়, মাদ্রাসা থেকেও অনেক দক্ষ খেলোয়াড় উঠে আসতে পারে। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা সমান সুযোগ পাক,”— বলেন বিসিবি সভাপতি।

বিসিবি সূত্রে জানা গেছে, মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্টটি জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হবে। পরে সেরা খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পে নিয়ে আসা হবে, যেখান থেকে ভবিষ্যৎ জাতীয় দলে যোগ্য খেলোয়াড় খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করবে। কারণ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের বড় অংশ এখনো খেলাধুলার মূলধারায় তেমন সুযোগ পায় না।

প্রসঙ্গত, বিসিবি এর আগে স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং উইমেন্স ক্রিকেটে আলাদা টুর্নামেন্ট আয়োজন করেছে। তবে মাদ্রাসা পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট এবারই প্রথম।

Tag :
জনপ্রিয়

সারা দেশে চালু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট লীগ

আপডেট ০৯:৫১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘মাদ্রাসা ক্রিকেট’।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সারাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ১০ ওভারের ম্যাচ ফরম্যাটে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।

“আমাদের অনেক তরুণ প্রতিভা এখনো আড়ালে রয়ে গেছে। শুধু স্কুল নয়, মাদ্রাসা থেকেও অনেক দক্ষ খেলোয়াড় উঠে আসতে পারে। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা সমান সুযোগ পাক,”— বলেন বিসিবি সভাপতি।

বিসিবি সূত্রে জানা গেছে, মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্টটি জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হবে। পরে সেরা খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পে নিয়ে আসা হবে, যেখান থেকে ভবিষ্যৎ জাতীয় দলে যোগ্য খেলোয়াড় খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করবে। কারণ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের বড় অংশ এখনো খেলাধুলার মূলধারায় তেমন সুযোগ পায় না।

প্রসঙ্গত, বিসিবি এর আগে স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং উইমেন্স ক্রিকেটে আলাদা টুর্নামেন্ট আয়োজন করেছে। তবে মাদ্রাসা পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট এবারই প্রথম।